Logo jahan ara high school

প্রতিষ্ঠান পরিচিতি

শিক্ষা প্রতিষ্ঠানের নাম : জাহান আরা উচ্চ বিদ্যালয়

সংক্ষিপ্ত বর্ণনা :
বিদালয়টি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলাধীন এসবি ফজলুল হক রোডে অবস্থিত।

প্রতিষ্ঠাকাল : বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠা লাভ করেন।

ইতিহাস :
১৯৬৯ সালে হিতৈষী জনাব আলহাজ্ব
মফিজ উদ্দিন তালুকদার শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র বিদ্যালয়ে মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা চালু আছে এবং বেশ সুনামের সাথে বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার আলোক বর্তিকা ছড়িয়ে আছে।

মোট ছাত্র-ছাত্রী সংখ্যা : ৪৪৩জন

অর্জন :
অজ পাড়াগায়ে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়টি জুনিয়র বৃত্তি, জে, এস, সি পরীক্ষায় বিভিন্ন সময়ে মেধাবৃত্তি ও গোল্ডেন এ+ পেয়ে আসছে। এ বিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরী এবং ব্যবসা-বানিজ্য করে জাতীয়ভাবে অবদান রাখছে।

ভবিষৎ পরিকল্পনা :
ভবিষতে বিদ্যালয়টি একটি আর্দশ মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের একমাত্র পরিকল্পনা। আগামীতে যাহাতে GPA-5 সহ শতভাগ পাশের হার অর্জন করা যায় তাহাই আমাদের কাম্য।